![]() |
| পানি |
পানির অপর নাম জীবন! পানি ছাড়া মানুষের কোনভাবেই চলেনা, সেই পানি পান করাতেও আছে অফুরন্ত নেকী। আমরা জানিনা বলেই অফুরন্ত নেকী অর্জন করতে পারিনা।
মহান আল্লাহ আমাদেরকে তার অফুরন্ত নেয়ামত দিয়ে লালন-পালন করেছেন আমরা সেই নেয়ামত ভোগ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে সচেষ্ট হই!
মহান আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন! পানি পান করার আদব ও সুন্নতসমূহ নিচে উল্লেখ করা হলো:
১. ডান হাতে পান করা,
২. বসে পানি পান করা,
৩. পানি পান করা শুরুর আগে বিসমিল্লাহ পড়া, তারপর উল্লেখিত দোয়া পড়তে হবে, “বিসমিল্লাহি আমুতুহু ওয়া সারাবান তুহুরা ।”
৪. পানি পান করার আগে তা দেখে পান করা,
৫. তিন নিঃশ্বাসে পানি পান করা,
৬. পানি পান করা শেষে ‘আলহামদুলিল্লাহ’ পড়া । উপরের ছবিতে মেয়েটি যেভাবে পানি পান করছে এটা মোটেও সুন্নতের মধ্যে পড়ে না।



0 comments:
Post a Comment