শপিং মল বা ডিপার্টমেন্টাল স্টোরে ঢোকার সময়ে একটা জিনিস খেয়াল করেছেন? স্বয়ংক্রিয় কাচের দরজা খুলে যাওয়ার পরে হুস্ করে একটা হাওয়া মাথার উপর থেকে আসে। কী সেটা?
দরজা খুললেই প্রবল হাওয়া আসে কেন?
কী ভাবছেন, কর্তৃপক্ষ আপনাকে ঠান্ডা করার চেষ্টা করছে? স্বাগত জানাচ্ছে ঠান্ডা হাওয়া দিয়ে? ভুল ধারণা থেকে জলদি বেরিয়ে আসুন। এর নেপথ্যে রয়েছে নিখাদ বিজ্ঞান।
স্বয়ংক্রিয় কাচের দরজার ওপারে পুরোটাই শীতাতপ নিয়ন্ত্রিত। অর্থাৎ, একটি নির্দিষ্ট তাপমাত্রায় বাঁধা রয়েছে গোটা এলাকা। প্রতিবার দরজা খোলার সময়ে বাইরের গরম (গ্রীষ্মকালে), ঠান্ডা (শীতে) বা ভিজে (বর্ষায়) হাওয়া ভিতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে বারেবারে অন্য তাপমাত্রার হাওয়া ঢুকলে পুরো এয়ারকন্ডিশনিং ব্যবস্থা খারাপ হয়ে যাবে।
সে কারণেই প্রবল হাওয়া উপর থেকে নামিয়ে দেওয়া হয় দরজা বরাবর। এই হাওয়ার দেওয়ালে ধাক্কা খেয়ে বাইরের হাওয়া ভিতরে ঢুকতে পারে না।
শপিং মল বা ডিপার্টমেন্টাল স্টোরে দরজা খোলা রাখতে হয় বেশিরভাগ সময়েই। প্রতি মুহূর্তে সেখানে দরজা খুলছে। ফলে এই হাওয়ার ব্যাপারটা থাকা জরুরি। এ ছাড়াও এই হাওয়ার দেওয়ালে ধাক্কা খেয়ে বাইরে থেকে পোকামাকড় বা ময়লাও ঢুকতে পারে না।
শপিং মল বা ডিপার্টমেন্টাল স্টোরে দরজা খোলা রাখতে হয় বেশিরভাগ সময়েই। প্রতি মুহূর্তে সেখানে দরজা খুলছে। ফলে এই হাওয়ার ব্যাপারটা থাকা জরুরি। এ ছাড়াও এই হাওয়ার দেওয়ালে ধাক্কা খেয়ে বাইরে থেকে পোকামাকড় বা ময়লাও ঢুকতে পারে না।
0 comments:
Post a Comment